2:30 pm , April 15, 2020
কলাপাড়া প্রতিবেদক ॥ করোনার সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে কলাপাড়ার সবজিবাজার স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে কলাপাড়া থানা কমপ্লেক্সের সম্মুখে ফাঁকা জায়গায় বাজারটির কার্যক্রম সুচনা করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। গত ৯ এপ্রিল উপজেলা প্রশাসনের এক জরুরী সভায় মদনমোহন সেবাশ্রম সংলগ্ন রাস্তার ওপর এবং মাছ বাজার সংলগ্ন সড়কে সবজি ব্যবসায়িরা বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় সামাজিক দূরত্ব বজায় থাকছিলো না। উক্ত জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসন ব্যবসায়ি সমিতির সহযোগিতায় সবজিবাজার স্থানান্তর করেন। স্থানান্তরিত বাজারে আজ ৩৫টি দোকান ছিলো। খোলামেলা স্থানে সবজি বাজার হওয়ায় নারী-পুরুষসহ সর্বশ্রেনীর মানুষ স্বচ্ছন্দবোধ করছেন বলে নিশ্চিত করেছেন ক্রেতারা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানায়, সংসদ সদস্যের উপস্থিতি করোনা সংক্রামন রোধে করনীয় শীর্ষক এক জরুরী সভায় উপজেলার সকল সাপ্তাহিক হাট-বাজার এক সপ্তাহের জন্য বন্ধ, কলাপাড়ার সবজিবারটি স্থানান্তর, সরকারের খাদ্যসহায়তা বন্টন, করোনা আক্রান্ত আমতলী উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপনকারী খেয়া পাড়াপার, টমটম, মোটরসাইকেল চলাচল বন্ধ এবং এপ্রিল-মে মাসে ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে সে বিষয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহিত হয়।