2:28 pm , April 14, 2020
আমতলী প্রতিবেদক ॥ আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোছা গ্রামের হোম কোয়ারেন্টিনে থাকা কর্মহীন ১২৫ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপত্বি জিএম দেলওয়ার হোসেন গত ৯ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। এ কারনে লোছা গ্রামের সবাই আগামী ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। সোমবার বিকালে হোম কোয়ারেন্টিনে থাকা গ্রামের ১২৫ পরিবারকে সহায়তা প্রদান করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল ও সাবান প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকসহ পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা।