2:11 pm , April 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নলছিটিতে জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করাসহ নারীদের শ্লীলতাহানী ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আসলাম নামের একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আসলামের স্ত্রী ময়না বাদী হয়ে নলছিটি থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ১০ এপ্রিল রাত ৯ টার দিকে আসামী মোহন, খোকন, আনিচ, শামিম, রায়হানসহ ১০/১২ জন বসত ঘরে প্রবেশ করে ঘরে দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে সবাইকে এলাপাথারি ভাবে কোপাতে ও পিটাতে শুরু করে। এতে আসলাম, মিনারা, মামুন, হালিম ও ময়না বেগমসহ অন্তত ৬ জন আহত হন। এসময় আসামীরা নগত টাকা ও স্বর্নালংকার ছিনতাই করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।