আমতলীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা আমতলীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা - ajkerparibartan.com
আমতলীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

2:00 pm , April 13, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারিয়া (১০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দাবী মারিয়া মানুষীক রোগী ছিলো। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার পরে উপজেলা গেড়াবুনিয়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর গেড়াবুনিয়া গ্রামের ইসমাইল হাওলাদারের একমাত্র কণ্যা মারিয়া। মারিয়া উত্তর গেড়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। রবিবার দুপুরে ভাত খেয়ে মারিয়া নিচে বসে সকলের সাথে টিভি দেখে সন্ধ্যার পূর্বে বসতঘরের দোতালায় উঠে সবার অযান্তে কোন এক সময় টিনের চালার রুয়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যার পরে ঘরে মারিয়াকে দেখতে না পেয়ে মা সালেহা বেগম আশেপাশে খুজে না পেয়ে বসত ঘরের দোতলায় উঠে দেখেন বসত ঘরের চালার রুয়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মারিয়া ঝুলে আছে। এ সময় তিনি ডাক চিৎকার দিলে ঘরের অন্যান্য লোকজন উপড়ে উঠে দেখেন মারিয়া রুয়ার সাথে ঝুলে আছে। আত্মহত্যার কারন যানা না গেলেও পরিবারের দাবী দীর্ঘদিন ধরে মারিয়া মানুষীক সমস্যায় ভূগছিলো। সংবাদ পেয়ে রাতেই আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। থানার এসআই মোঃ মামুন বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে বসতঘরের দোতলায় চালার রুয়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মারিয়ার মরদেহ দেখে নামিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসি। আমতলী থানার পরিদর্শক মোঃ শাহআলম মুঠোফোনে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সোমবার সকালে বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT