আমতলীতে সড়কে গাছের গুড়ি বাশেঁর বেড়া সরিয়ে নেওয়ার আহবান আমতলীতে সড়কে গাছের গুড়ি বাশেঁর বেড়া সরিয়ে নেওয়ার আহবান - ajkerparibartan.com
আমতলীতে সড়কে গাছের গুড়ি বাশেঁর বেড়া সরিয়ে নেওয়ার আহবান

2:15 pm , April 12, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলী উপজেলাকে নভেল করোনা ভাইরাস সংক্রামণ রোধে লকডাউন ঘোষনা করেন বরগুনা জেলা প্রশাসন। লকডাউনকে কন্দ্র করে একটি মহল আমতলী উপজেলার সড়কে গাছের গুড়ি বাশেঁর বেড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ।এতে জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচলা বিঘœ সৃষ্টি হচ্ছে। তাই সড়ক থেকে গাছের গুড়ি সরানোর দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে রবিবার উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক থেকে গাছের গুড়ি ও বাশের বেড়া সরিয়ে ফেলেছেন। উল্লেখ্য গত ৯ এপ্রিল , আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। মানুষকে সচেতন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। এ খবরটি দ্রুত ছড়িয়ে পরে উপজেলার সর্বত্র। এই সুযোগে একটি মহল সড়কগুলিতে গাছের গুড়ি ফেলে জরুরী কাজে নিয়োজিত যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করেছে। সড়কে গাছের গুড়ি ফেলে রাখায় সবজি পরিবহনের গাড়ী ও এ্যাম্বুলেন্স যেতে পারছে না। খবর পেয়ে রবিবার উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন পুলিশ ও দমকল বাহিনীর লোকজন দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে ফেলেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বিভিন্ন সড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, অবশিষ্ট গাছের গুড়ি সড়ক থেকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে। যারা সড়কে গাছের গুড়ি রেখেছে তাদেরই সড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে ফেলতে হবে। নইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT