2:23 pm , April 11, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়াবাসীকে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে জনপ্রতিনিধি, সামাজিক প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সর্বস্তরের দায়িত্বশীল প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তপন কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা আবদুল মন্নান, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো. মনির হোসেন, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস, ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এ,বি,এম হুমায়ুন কবির প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক নিরাপত্তার জন্য শনিবার থেকে এক সপ্তাহের জন্য উপজেলা সকল সাপ্তাহিক হাট-বাজার বন্ধ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পার্শ্ববর্তি আমতলী উপজেলার এক সুশীল সমাজ প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় ওই উপজেলার সাথে যোগাযোগ রক্ষাকারী খেয়া ও সড়ক পথের যোগাযোগের মাধ্যম যথাযথ ভাবে বন্ধসহ পাঁচ দফা সিদ্ধান্ত গ্রহিত হয় করোনা প্রাদূর্ভাব রোধে।