2:35 pm , April 9, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ ঢাকার নারায়নগঞ্জ থেকে পটুয়াখালীর কলাপাড়ায় আসা তবলীগ জামাত থেকে ফেরা ২৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় তবলীগ জামাত থেকে বৃহস্পতিবার ভোর রাতে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ১০জনের একটি দলকে নাচনাপাড়া গ্রামের পীর বাড়ির মসজিদে এবং চার জনের একটি দল খেপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে মোট ১৪ জন স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া বাকি ১৫ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। কোয়ারেন্টিনে থাকা এসব ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার এখবর নিশ্চিত করেছেন। ঢাকা, নারায়নগঞ্জ থেকে ফিরে আসা তবলীগ জামাত গ্রুপটির আমির মোহাম্মদ হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, এই দলের মোট ৫০ জন সদস্য ছিল। যারা এখনও কোয়ারেন্টিনে আসেনি তাদের তালিকা সংগ্রহ করে প্রত্যেকের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। ইতোপূর্বে আরও ৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এনিয়ে কলাপাড়ায় মোট ৩৮ জনের কোয়ারেন্টিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।