নগরীতে কাল থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ নগরীতে কাল থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ - ajkerparibartan.com
নগরীতে কাল থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ

2:22 pm , April 9, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে করোনা প্রতিরোধে বরিশাল নগরীতে সকল প্রকার মোটর সাইকেল চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে সরকারী কাজে ব্যবহৃত, স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের মোটর সাইকেল এর আওতামুক্ত থাকবে। বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি জানান, করোনা প্রতিরোধে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে ১০ এপ্রিল শুক্রবার থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত বরিশালে মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে। এর আগে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ভাড়া মোটর সাইকেল সহ অসংখ্য মোটর সাইকেল ব্যাক্তিগত কাজে চলাচল করায় এ ব্যাবস্থা নেয়া হয়েছে। তিনি আরও জানান,সরকারী কাজে ব্যবহৃত,স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের মোটরসাইকেল এ ঘোষনার আওতামুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT