2:15 pm , April 7, 2020
কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ১০টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিশেষ খোলা বাজারে চাল বিক্রি কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। কলাপাড়া পৌরশহরের মাদ্রাসা রোড এবং দরিদ্র অধ্যুষিত বড় কলবাড়ি এলাকায় চলছে চাল বিক্রি। প্রতি সপ্তাহে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চাল বিক্রি করবেন খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ডিলার। করোনার প্রাদুর্ভাবে কর্মহীন মানুষদের খাদ্য সঙ্কট দূর করতে এই কর্মসূচি চালু করেছে সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক, প্রকল্প কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি কর্মকর্তা আছাদুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।