কলাপাড়ার নদী তীরের মাটি কাটায় জেল জরিমানা কলাপাড়ার নদী তীরের মাটি কাটায় জেল জরিমানা - ajkerparibartan.com
কলাপাড়ার নদী তীরের মাটি কাটায় জেল জরিমানা

2:14 pm , April 7, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক নদির তীর থেকে সরকারি মাটিকেটে বাঁধ নির্মানের দায়ে মো. রাসেল মিয়া নামের এক ভেকু চালকের ২০ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রাম থেকে তাকে আটক করে মঙ্গলবার বিকাল পাঁচ টায় সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধ মন্ডল দন্ডাদেশ দিয়ে তাকে পটুয়াখালী জেল হাজতে পাঠিয়ে দেয়। একই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত ভেকুটিকে জব্দ করা হয়েছে। দন্ডিত মো. রাসেল মিয়া পাবনার সৈয়দপুরের নিলম্বর গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধ মন্ডল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক নদের তীর কেটে বাঁধ নির্মান করা অবস্থায় হাতে নাতে মাটিকার ভেকুসহ ড্রাইভারকে আক করা হয়। আককৃত মো. রাসেল মিয়া তার অপরাধ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT