কলাপাড়ায় করোনা আতঙ্কে উত্তেজনা কলাপাড়ায় করোনা আতঙ্কে উত্তেজনা - ajkerparibartan.com
কলাপাড়ায় করোনা আতঙ্কে উত্তেজনা

2:28 pm , April 6, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সমগ্র এলাকায় চড়ম আতঙ্ক বিরাজ করার মধ্যে নাটোর জেলা থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া মধুপাড়া গ্রামে আসা ৪০ শ্রমিককে আটকে দিয়েছে স্থানীয়রা। গত রবিবার দিবাগত মধ্যরাতের পরে এসব শ্রমিক একটি ট্রাকযোগে তাবু টানিয়ে এখানে এসে পৌছেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেন। ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের দক্ষিণ দিকে নদীরপাড়ে এসব শ্রমিকরা সোমবার ভোররাত থেকে অবস্থান করছেন। এদের মাধ্যমে করোনা সংক্রমিত হওয়ার শঙ্কায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এদেরকে লালুয়া ইউনিয়নের নিশানবাড়িয়ায় কনস্ট্রাকশন কাজের জন্য এনেছেন বলে সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিপন হোসেন জানিয়েছেন। লালুয়ার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ^াস তপন জানিয়েছেন এই মুহুুর্তে গোটা এলাকায় করোনা আতঙ্ক রয়েছে। তারমধ্যে রাতের বেলা গোপনে বহিরাগত লোকজন আসার খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে নদী পারাপারের মধুপাড়া পয়েন্টের খেয়াটি বন্ধ করে দিয়েছেন। লেবাররা নিশানবাড়িয়া-মধুপাড়ায় নদীরপাড়ে অবস্থান করছেন। এনিয়ে সেখানে চরম উত্তেজনা দেখা দিয়েছে। লালুয়া ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে ঘটনাস্থলে ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার অবস্থান করছেন। সোমবার কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওইসব শ্রমিকদের কলাপাড়া ত্যাগের নির্দেশ দেয়ায় মানুষ শান্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বহিরাগত এসব শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এই মুহুর্তে বাইরের জেলা থেকে আসা যে কোন মানুষ এখানকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য সরকারের দেয়া নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সবাইকে সচেষ্ট থাকারও পরামর্শ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT