কলাপাড়ায় সাংসদের ত্রান বিতরণ কলাপাড়ায় সাংসদের ত্রান বিতরণ - ajkerparibartan.com
কলাপাড়ায় সাংসদের ত্রান বিতরণ

2:20 pm , April 6, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার শ্রমজীবীদের সিংহ ভাগ আবাসস্থল নীলগঞ্জ ইউনিয়ন আবাসনে ১০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ খাদ্য সামগ্রী ও মাষ্ক বিতরন করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান। সোমবার বিকাল সাড়ে চারটায় নীলগঞ্জ আবাসন চত্বরে ব্যক্তিগত তহবিল থেকে সেখানকার দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্য বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ নিজামী, সাবে ছাত্রলীগ নেতা মো. মনিরুজ্জামান, ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবে সাংগঠনিক সম্পাদক মো. শাহরীয়ার সবুজ প্রমূখ। শেষ বিকালে এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীর উদ্যোগে অর্ধশত দরিদ্র পরিবারের মাঝে কলাপাড়া পৌরশহরের মিনি মার্কেটে বসে খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT