আগৈলঝাড়ায় করোনা ভাইরাস আতঙ্কে উপজেলা হাসপাতালে রোগী শূন্য আগৈলঝাড়ায় করোনা ভাইরাস আতঙ্কে উপজেলা হাসপাতালে রোগী শূন্য - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় করোনা ভাইরাস আতঙ্কে উপজেলা হাসপাতালে রোগী শূন্য

2:49 pm , March 31, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় করোনা ভাইরাস আতঙ্কে উপজেলা সরকারী হাসপাতালে রোগী শূন্য হয়ে পরেছে। এই ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থান থেকে শতশত রোগীরা চিকিৎসা সেবা নিতে আসতো। বর্তমানে কোভেল করোনা ভাইরাসের আতঙ্কে রোগীরা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা বন্ধ করে দিয়েছে। তারপরেও গুরুতর অবস্থায় দুই-একজন রোগী হাসপাতালে আসলেও তাদের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা ভালো ভাবে দেখছেন না বলে অভিযোগ করেন আগত রোগীরা। গত ১০ বছরে হাসপাতালে এরকম রোগী শূন্য দেখা যায়নি। কোন রোগী যদি সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে যায় তাকে দূর থেকে চিকিৎসকরা জিজ্ঞাসা করে ঔষধ লিখে দেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, আগের তুলনায় বর্তমানে রোগীর সংখ্যা অনেক কম। তার পরেও প্রতিদিন দুই-একজন রোগী এসে চিকিৎসা সেবা নিচ্ছেন। বর্তমানে সকাল ১২টার পর আউট ডোর বন্ধ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT