বাবুগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি-১ বাবুগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি-১ - ajkerparibartan.com
বাবুগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি-১

2:31 pm , March 30, 2020

উপসর্গ লক্ষণীয় হওয়ায় ৩টি পরিবার হোমকোয়ারেন্টাইনে

বাবুগঞ্জ প্রতিবেদক॥ বাবুগঞ্জে হারুন-অর রশিদ গাজী (৪২)নামের একজনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শেবাচিম হাসপাতালের ভর্তিকরা হয়েছে। এ ঘটনার পর তার বাড়িসহ আশপাশের ৩ টি বাড়ির সকল সদস্যদের হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত জাহান খান, উপজেলা মেডিকেল অফিসার ডা. নাহিদ ও বাবুগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ মিজানুর রহমান হোমকেয়ারেন্টাইন ঘোষণা দেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবৎ বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দর এলাকার ভাড়া বাসিন্দা হারুন-অর-রশিদ গাজী কাঁশি, জ্বর, গলা ব্যাথাসহ করোনাবাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে গোপনে বাসায় অস্থান করছেন। এমন সংবাদ লোকালয়ে জানাজানি হলে রবিবার রাতের কোন একসময় পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আতœগোপনে চলে যান হারুন-অর-রশিদ গাজী । এ দিকে সোমবার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডাঃ নাহিদ ও বাবুগঞ্জ থানার অফিসার ইন-চার্জ-মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তার-উজ-জামান মিলনসহ প্রশাসনের কর্মকর্তার এলাকার ওই মহল্লায় যান এবং যে বাড়িতে হারুন-অর রশিদ গাজী ভাড়া থাকতেন ওই বাড়ি ছাড়াও আশে পাশের ৩ টি বাড়িতে মোঃ মনির হোসেন (৩৪), মোসাম্মৎ শাহিনা আক্তার (২০), লালমতি বেগম (৭০) এদের কাঁশি, জ্বর, গলা ব্যাথাসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ লক্ষণীয় থাকায় তাদের আগামী ১৪ দিন বাড়িতে হোমকেয়ারেন্টাইন থাকার নির্দেশনা প্রদান করে লিফলেট লাগিয়ে দেওয়া হয়। এদিকে আতœগোপনে থাকা হারুন-অর রশিদ’র অবস্থান নিশ্চিত করেন তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার বলেন, হারুন-অর-রশিদ শরীরের অবস্থা দেখে প্রাথমিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া গেছে। তবে পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছেনা। আমরা দ্রুতই তাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত জাহান খান জানান, খবরটি জানার সাথে সাথে ওই এলাকার ৩ টি বাড়ির সদস্যদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া গেছে ফলে প্রাথমিক অবস্থায় তাদেরকে হোমকেয়ারেন্টেন মেনে চলার নিদের্শনা দেওয়া হয়েছে। তবে এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ওই এলাকা বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT