বরিশাল মাদ্রাসার জমি দখল করে দোকান নির্মাণ বরিশাল মাদ্রাসার জমি দখল করে দোকান নির্মাণ - ajkerparibartan.com
বরিশাল মাদ্রাসার জমি দখল করে দোকান নির্মাণ

2:21 pm , March 29, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী পৌর এলাকার দক্ষিণ দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি শরাফুজ্জামান শাহিনের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা ব্যাপী করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পরার মধ্যে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাদ্রাসার জমি দখল করে দোকান ঘর নির্মাণ কাজ চালু রেখেছেন। যাতে এই সময় তাকে কেউ বাঁধা দিতে না পারে। তারা আরও জানান, ২০১৭ সালে তৎকালীণ গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া দক্ষিণ দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও সুপারের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখল ও অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করলেও রহস্যজনক কারনে বিষয়টি ধামাচাপা পরে যায়। এবিষয়ে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে অভিযুক্ত মাদ্রাসা গভনিং বডির সভাপতি শরাফুজ্জামান শাহিন বলেন, মাদ্রাসার জমি দখল নয় বরং তার রেকর্ডিও সম্পত্তিতে তিনি দোকান ঘর নির্মাণ করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT