প্রধানমন্ত্রীর নির্দেশনা না মানলে আমাদের অবস্থাও ইতালি স্পেনের মতো হবে-এমপি শাওন প্রধানমন্ত্রীর নির্দেশনা না মানলে আমাদের অবস্থাও ইতালি স্পেনের মতো হবে-এমপি শাওন - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর নির্দেশনা না মানলে আমাদের অবস্থাও ইতালি স্পেনের মতো হবে-এমপি শাওন

2:20 pm , March 29, 2020

লালমোহন প্রতিবেদক॥ ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ঘরে থাকা না মানি তাহলে আমাদের অবস্থাও ইতালি স্পেনের মতো ভয়াবহ হবে। আমাদের করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে ঘরে থাকার বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত সারা দেশে গণপরিবহন বন্ধ তথা লকডাউনের মাধ্যমে মানুষকে ঘরে রাখা। চীন থেকে করোনা ভাইরাসের উৎপত্তি সেই চীন লকডাউনের মাধ্যমে এ ভাইরাস নিয়ন্ত্রণে এনেছে। রোববার (২৯ মার্চ) দিনব্যাপী লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সহ¯্রাধিক গৃহবন্ধি হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তথা চাল, ডাল ও আলু বিতরণ উদ্বোধনকালে টেলিকনফারেন্সে এ কথা বলেন এমপি শাওন। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে শ্রমজীবি মানুষের হাতে তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস উপস্থিত ছিলেন। এসময় এমপি শাওন আরো বলেন, লালমোহন-তজুমদ্দিনের খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আগামী ৫ এপ্রিল লালমোহন এসে ৪ হাজার খাদ্য সামগ্রী, ৪ হাজার মাস্ক, ৪ হাজার সাবান ও চিকিৎসকদের জন্য ৫০ সেট পিপিই বিতরণ করা হবে। এর আগে সকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে লালমোহনের ৯ ইউনিয়ন ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT