2:29 pm , March 28, 2020
বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা: করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্য বানারীপাড়ায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন থেকে বানারীপাড়া পৌরসভার 9টি ওয়ার্ডের 60জনকে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লা সাদীদ এর নেতৃত্বে 10কেজি চাল, 2কেজি ডাল, 5কেজি আলু বিতরন করেন। এ সময় এমপির প্রতিনিধি ডা: খোরশেদ আলম সেলিম, পিআইও মহসিন উল হাসান সহ সংশ্লিস্ট পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লা সাদীদ জানান, বানারীপাড়া উপজেলায় এ পর্যন্ত আট টন চাল বরাদ্ধ পেয়েছে। পৌরসভা ছাড়াও আটটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।#