লালমোহনে শিক্ষকদের ব্যতিক্রমী উদ্যোগ অগ্রিম আইসোলেটেড ইউনিট লালমোহনে শিক্ষকদের ব্যতিক্রমী উদ্যোগ অগ্রিম আইসোলেটেড ইউনিট - ajkerparibartan.com
লালমোহনে শিক্ষকদের ব্যতিক্রমী উদ্যোগ অগ্রিম আইসোলেটেড ইউনিট

1:49 pm , March 26, 2020

লালমোহন প্রতিবেদক॥ ভোলার লালমোহনে করোনা আক্রান্তদের জন্য অগ্রিম আইসোলেটেড ইউনিট স্থাপন করেছেন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা। নিজেদের খরচে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় ৩১ শয্যা বিশিষ্ট এ আইসোলেটেড ইউনিট। বুধবার রাতে এ আইসোলেটেড ইউনিট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ৪০ জন মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সহযোগিতায় ব্যতিক্রমি এই উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের সব ধরণের ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করবে লালমোহন ড্রাগ ও ফারিয়া সমিতি। করোনা আক্রান্ত হলেই রোগীদের এখানে এনে প্রয়োজনীয় সেবার জন্য প্রস্তুত করা হয়েছে ৩১ টি শয্যা। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মো. রুহুল আমিন বলেন, উপজেলার বেশ কয়েকজন শিক্ষক মিলে এ আইসোলেটেড ইউনিট স্থাপন করেছি। এখানে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসা দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, শিক্ষকদের এমন উদ্যোগ প্রশংসার দাবীদার। ভবিষ্যতেও ভালোর কাজে এগিয়ে আসবে এসব শিক্ষকরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT