2:53 pm , March 23, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ জালজালিয়াতির মামলায় এনায়েত হোসেন সোহাগ ওরফে সাহাবুদ্দিন সোহাগকে আবার কারাগারে প্রেরন করা হয়েছে। তার সহোদর বাহাদুরের দায়ের করা মামলায় গতকাল সোমবার বরিশাল মহানগর আদালতের বিচারক তার জামিন বাতিল করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। জাল জালিয়াতির মাধ্যমে জমিজমা দখল করায় গত বছরের জুলাই মাসে এনায়েত হোসেন সোহাগ ওরফে সাহাবুদ্দিন সোহাগ এর বিরুদ্ধে মামলা করে বড় ভাই বাহাদুর। দীর্ঘ ৫ মাস তদন্ত শেষে এ বছরের ফেব্রুয়ারী মাসে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো ইনভিসটেগেশন অফ বাংলাদেশ (পিবিআই)। গত ১৯ মার্চ আসামীর হাজিরার দিন ধার্য ছিলো। কিন্তু আসামী আদালতে উপস্থিত না হওয়ায় ওই দিনই আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করে আদালত। আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করে। উল্লেখ্য এই আসামীর বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারীসহ একাধিক মামলা চলমান রয়েছে এবং তার মায়ের করা মামলায় সে কারান্তরীন ছিল।