আগামী সপ্তাহে যোগদান করছেন শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক আগামী সপ্তাহে যোগদান করছেন শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক - ajkerparibartan.com
আগামী সপ্তাহে যোগদান করছেন শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক

2:29 pm , March 21, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী সপ্তাহে যোগদান করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল এর নতুন পরিচালক ডাঃ এম মঞ্জুর মোর্শেদ। গতকাল শনিবার একথা জানিয়েছেন শেবাচিম হাসপাতালে সদ্য বদলী হওয়া এই পরিচালক। এদিকে বদলী আদেশ প্রত্যাহার করতে (শেবাচিম ও খুলনা মেডিকেল কলেজ) রদবদল হাসপাতালের উভয় পরিচালক চেষ্টা অব্যাহত রেখেছে বলে বিভিন্ন সুত্রে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে অবসরের শেষ মূহুর্তে বদলী আদেশ প্রত্যাহার করতে মন্ত্রনালয়ে অনুরোধও জানিয়েছেন এই দুই পরিচালক। কিন্তু কারো ব্যক্তি স্বার্থে মন্ত্রনালয় চলে না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ হাবিবু রহমান খান। জানা গেছে, গত সপ্তাহে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে রদবদল করে স্বাস্থ্য মন্ত্রনালয়। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেনকে খুলনা এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এম মঞ্জুর মোর্শেদ কে বরিশাল শেবাচিম হাসপাতালে বদলী করে। বদলীর ওই আদেশে উভয় পরিচালকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য ৭ দিন সময় বেধে দেন। যদিও সে সময় এখনো শেষ হয়নি। কিন্তু অবসরের শেষ লগ্নে থাকায় বদলীর এ আদেশ অনেকটাই অনাকাঙ্খিত ছিলো উভয় পরিচালকে কাছে। জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডাঃ এম মঞ্জুর মোর্শেদ বলেন, শেষ বয়সে মন্ত্রনালয় বদলীর আদেশ দিয়ে অনেকটা বিপাকে ফেলে দিয়েছে। সত্যি কথা বলতে এটা প্রত্যাশিত ছিলো না। কিন্তু সরকারের আদেশ তো মানতেই হবে। যদি আদেশ প্রত্যাহার না হয় তাহলে আগামী সপ্তাহের শনি বা রবিবারের মধ্যে যোগদান করব। তবে বদলী আদেশ প্রত্যাহারের বিষয়ে মন্ত্রনালয়ে অনুরোধসহ যোগাযোগ রাখছেন বলে স্বীকার করেছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT