গৌরনদীতে ইতালী ফেরত ৪ প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা গৌরনদীতে ইতালী ফেরত ৪ প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা - ajkerparibartan.com
গৌরনদীতে ইতালী ফেরত ৪ প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা

2:47 pm , March 13, 2020

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে ইতালী ফেরত ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ইতালী থেকে দেশে আসার পর থেকে গ্রামবাসীর মধ্যে মরনব্যাধি করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পরেছে। শুক্রবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই প্রবাসীদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যগত খোঁজ খবর নেন। হোম কোয়ারেন্টাইনে থাকা কারও শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই বলে টিম প্রধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন মেডিকেল অফিসার ডাঃ তুষার দেব বৈষ্ণব জানান।
গত ২ মার্চ জুয়েল সরদার, প্রতিবেশী কবির হাওলাদার ও তার স্ত্রী, পুত্র ইতালী থেকে ঢাকায় আসেন। তারা গত বুধবার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের নিজ বাড়িতে আসেন। পরবর্তীতে পার্শ্ববর্তী বাটাজোর বাজারে গেলে থানা পুলিশ নিরাপত্তার কথা বলে তাদের সতর্ক করেছে। ইতালী ফেরত জুয়েল সরদার, কবির হাওলাদার বলেন, আমরা ইতালী ও বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষা করে বাড়িতে এসেছি। তার পরেও এলাকার মানুষ আমাদের নিয়ে নানা কথাবার্তা বলছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন মেডিকেল অফিসার ডাঃ তুষার দেব বৈষ্ণব বলেন, শুক্রবার সকালে তার নেতৃত্বে একটি টিম ইতালী ফেরত ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি। তবে, তাদের কারও শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT