অনেক নারী নির্যাতনের ঘটনায় নারীরাই বেশী জড়িত — বিভাগীয় কমিশনার অনেক নারী নির্যাতনের ঘটনায় নারীরাই বেশী জড়িত - বিভাগীয় কমিশনার - ajkerparibartan.com
অনেক নারী নির্যাতনের ঘটনায় নারীরাই বেশী জড়িত — বিভাগীয় কমিশনার

1:00 am , March 9, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, সমাজে অনেক নারী নেত্রী রয়েছে। যারা সভা-সেমিনার ও সমাজ সেবা করে থাকেন। তারা বাড়িতে ফিরে গিয়ে গৃহকর্মী সহ পুত্রবধু ও কন্যাদের নির্যাতন করে থাকে। এ ধরনের মানসিকতা থেকে তাদের বের হয়ে আসার আহবান জানিয়ে তিনি। এছাড়াও অনেক পরিবারের মধ্যে নারী নির্যাতনের ঘটনায় নারীরা জড়িত। তাই সভা-সেমিনার করে নারী নির্যাতন সমাধান করা যাবে না। গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি নারী নেত্রীদের উদ্দেশ্যে বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শুধু শহরের মধ্যে থাকলে চলবে না। গ্রামে নারী নির্যাতন বেশি হয়। তাই গ্রামের দিকেও নজর দিতে হবে। প্রজন্ম হোক সমতার সকল নারী অধিকার শ্লোগান নিয়ে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেছে যৌথভাবে বরিশাল জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর সহ সকল উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুন, উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর প্রমুখ। পরে সমাজে বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, নারীর ক্ষমতায়নে পথপ্রদর্শক কহিনুর বেগম, নারী সংগঠক ও ডিস্ট্রিক্ট উইমেন্স চেম্বার্স অব কর্মাস পরিচালক ডাঃ বনলতা মুর্শিদা, সফল নারী উন্নয়ন কর্মী রহিমা সুলতানা কাজল, মহিলা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক রাশিদা বেগম, নারীর ক্ষমতায়ন উন্নয়নে কাজ করা সহ কেন্দ্রীয় মহিলা পরিষদ সহ-সভাপতি নুরজাহান বেগম, বাংলাদেশ বেতারের গীতিকার ও কবি আসমা চৌধুরী, নারী উদ্যোক্তা হাসিনা বেগম নিলা,নারী মানবাধিকার আন্দোলনে অবদান রাখায় নারী নেত্রী পূস্প চত্রবর্তী, ১৯৯৭ সালে প্রথম নারী উদ্যোক্তাদের নিয়ে ডিস্ট্রিক্ট উইমেন বিজিনেস ফোরাম গড়ে তোলার অবদান রাখায় নিগার সুলতানা হনুফা সহ ১১ জন নারী নেত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT