ভাসুর ও শ^শুরসহ ৪ জনের বিরুদ্ধে গৃহবধূর অপহরন-ধর্ষনের মামলা ভাসুর ও শ^শুরসহ ৪ জনের বিরুদ্ধে গৃহবধূর অপহরন-ধর্ষনের মামলা - ajkerparibartan.com
ভাসুর ও শ^শুরসহ ৪ জনের বিরুদ্ধে গৃহবধূর অপহরন-ধর্ষনের মামলা

1:00 am , March 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ গৃহবধূকে অপহরন, ধর্ষন ও সহায়তার অভিযোগে ভাসুর ও শ^শুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ মামলাটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। অভিযুক্তরা হলো, কাজিরহাট উদয়পুর গ্রামের বাসিন্দা মিল্টন কাজি (৬০)। গৃহবধূর ভাসুর বাবুল ফকির, আবুল ফকির ও শ^শুড় রুহুল আমিন ফকির। মামলা সুত্রে জানাগেছে, ২০১৫ সালের ১২ এপ্রিল রুহুল আমিন ফকিরের ছোট ছেলে মাহাবুব আলমের সাথে তার বিয়ে হয়। বিয়ের এক মাস পরেই মাহাবুব সৌদি আরবে চলে যায়। এর কিছুদিন পরেই তার ভাসুরের ছেলে রিপন তাকে কু-প্রস্তাব দেয়। এ ঘটনা শ^শুরকে জানালে ভাসুর ও তার ছেলের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায় তার শ^শুড় তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। ৮ মাস পরে ভাসুর আবুল ফকিরের মেয়ের জন্মদিন থাকায় তার শ^শুর তাকে বাড়ি আসতে বলে। গত ২২ ফেব্রুয়ারি বাড়ি আসার সময়ে কাজীর হাট বাজারের আগে ব্রীজে তার অপর ভাসুর বাবুল ফকির ও মিল্টন কাজী তাকে একা পেয়ে তার সাথে বাড়িতে যাবার কথা বলে। পরে আগের কথা ভুলে যেতে বলে জুস খাওয়ায়। পরে যাওয়ার পথে গৃহবধূ অচেতন হয়ে গেলে তাকে বায়ের বাগ এলাকার একটি পাকা বাড়িতে নিয়ে ধর্ষন করে। পরের দিন তার চেতনা ফিরে আসলে এই ঘটনা ভুলে যাওয়ার জন্য বলে না হলে তার ভাইকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT