জামিন পেলেন সাবেক এমপি আউয়াল জামিন পেলেন সাবেক এমপি আউয়াল - ajkerparibartan.com
জামিন পেলেন সাবেক এমপি আউয়াল

1:00 am , March 4, 2020

পিরোজপুর প্রতিবেদক ॥ দুর্নীতির মামলায় পিরোজপুর ১ আসনের সাবেক এমপি(পিরোজপুর সদরÑনাজিরপুরÑস্বরুপকাঠী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পাভীনের জামিন আবেদন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। বেলা পৌনে ১২টার দিকে এই আদেশ দেন জেলা জজ আদালতের বিচারক মো. আ. মান্নান। তবে মাত্র ৪ঘন্টার ব্যবধানে ফের জামিন পেলেন আসামিরা। মঙ্গলবার(৩মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে পিরোজপুর দ্বিতীয় যুগ্ন জেলা জজ আদালতের বিচারক নাহিদ নাসরিনের আদালতে জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হলে বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবি দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মুনসুর উদ্দিন আহমেদ জানান, শুনেছি জেলা জজ আদালতের বিচারক মো. আ. মান্নানকে আইন মন্ত্রণালয় আজই বদলি করেছে। এরপর যুগ্ন জেলা জজ দায়িত্ব পেয়েছেন। এছাড়া আর কোন বিচারক বর্তমানে জেলায় নেই যিনি দায়িত্ব বুঝে নিতে পারে। দুর্নীতি মামলায় একেএমএ আইয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে জেলা জজ আদালতের বিচারক মো. আ. মান্নান আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আসামিরা মেডিকেল ওয়ার্ডে যাওয়ার আবেদন করেন। বিচারক তাদের চিকিৎসকের প্রেসক্রিপশনসহ সংশ্লিষ্ট কাজগপত্র জমা দেয়ার আদেশ দেন। এরইমধ্যে বিচারক পরিবর্তন হলে আসামিরা ফের জামিন পুনর্বিচনার আবেদন করেন। ক্ষমতার অপব্যবহার,প্রতারণা,জালিয়াতি,অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর ১ আসনের সাবেক এমপি(পিরোজপুর সদরÑনাজিরপুরÑস্বরুপকাঠী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পাভীনের বিরুদ্ধে গত বছরের ৩০ডিসেম্বর দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন। দুদক সূত্রে জানাগেছে, মামলাগুলোর মধ্যে একটিতে এ কেএম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়েছে। বাকি দুটিতে এককভাবে আসামি করা হয়েছে এ কেএম এ আউয়ালকে। মামলা দায়েরের পর তারা গত ৭জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানালে একটি বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন। সে মেয়াদ শেষ হওয়ায় আজ তারা ফের জামিন পেলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT