নগরীতে অগ্নিকান্ডে পুড়েছে টিনসেট ভবন নগরীতে অগ্নিকান্ডে পুড়েছে টিনসেট ভবন - ajkerparibartan.com
নগরীতে অগ্নিকান্ডে পুড়েছে টিনসেট ভবন

1:00 am , March 1, 2020

 

নিজস্ব প্রতিবেদক॥ নগরীর শীতলাখোলা এলাকায় আগুনে পুড়েছে টিনশেট ভবন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনায় ভবনটি পুরোপুরি পুড়ে যায়। এছাড়াও পাশের আরো দুটি বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ফায়ার সার্ভীসের কর্মিরা খবর পেয়ে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভবন মালিক দাবী করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানিয়েছে। ভুক্তভোগি ভবন মালিক এহসান উদ্দিন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ তিনি তার ভবনের একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। কক্ষে থাকা টিভির পেছনের ক্যাবলে শর্ট-সার্কিট হয়ে এই আগুন জ্বলে ওঠে বলে জানান তিনি। ওই আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টার আগেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এ সময় ৯৯৯ ফোন দিয়ে ফায়ার সর্ভিস খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এই সময়ের মধ্যে ঘরে থাকা সবকিছু পুড়ে যায় বলে জানান তিনি। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রনে আনা ফায়ার-সার্ভিসের স্টেশন অফিসার ইউনুস জানান, খবর পাওয়া মাত্র দ্রুত তারা ঘটনাস্থলে যান। পানির উৎস কাছাকাছি না পাওয়ায় দুর থেকে এনে ১ ঘন্টায় তারা আগুন নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT