বৃষ্টিতে বিড়ম্বনায় নগরবাসী বৃষ্টিতে বিড়ম্বনায় নগরবাসী - ajkerparibartan.com
বৃষ্টিতে বিড়ম্বনায় নগরবাসী

1:00 am , February 27, 2020

নিজস্ব প্রতিবেদক॥ তাপমাত্রার পার্থক্য না হলেও হঠাৎ বৃষ্টিতে অপ্রস্তুত নগরবাসী। মঙ্গলবার সারাদিন মেঘলা আকাশ সন্ধ্যায় মৃদু বৃষ্টি হয়ে ঝড়েছে। গতকাল বুধবার সকালের আচমকা বৃষ্টিতে পুরো নগরবাসী ভোগান্তি পড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলায় জীবনযাত্রা স্বাভাবিক হয়। আবহাওয়া অফিস এর পূর্বাভাস মোতাবেক কিছুটা প্রস্তুত ছিলো নগরীর বাসিন্দারা। আবহাওয়া অফিস এর সূত্র মতে, সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রী এবং সর্বনি¤œ ১৬ ডিগ্রী সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। তবে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের সূত্র। তারা জানায় ঋতু পরিবর্তনের প্রভাবে মেঘলা আকাশ ও আচমকা বৃষ্টিপাত হচ্ছে। দু একদি পর আবহাওয়া পুরো স্বাভাবিক হয়ে যাবে। অপরদিকে আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে নগরবাসী কিছুটা বিড়ম্বনায় পড়ে। বিশেষ করে সকালে অফিস ও স্কুল কলেজগামীরা বিপাকে পড়েছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT