আলতাফ মাহমুদ শিকদার এর বড় ছেলে শিকদার মাইনুদ্দিন পাশা’র ইন্তেকাল আলতাফ মাহমুদ শিকদার এর বড় ছেলে শিকদার মাইনুদ্দিন পাশা’র ইন্তেকাল - ajkerparibartan.com
আলতাফ মাহমুদ শিকদার এর বড় ছেলে শিকদার মাইনুদ্দিন পাশা’র ইন্তেকাল

1:00 am , February 20, 2020

নিজস্ব প্রতিবেদক॥ অবুঝ সন্তানের নিষ্পলক চোখে প্রিয় বাবার নিথর দেহের ছবি অনেকটাই স্পস্ট। বাবা হারানোর শোক বুঝে ওঠার জন্য ফাইয়াজ এর বয়স অনেকটাই কম। মাত্র ৭ টি বছর বাবার ¯েœহের পরশ ভাগ্যে ছিল শিশু ফাইয়াজ শিকদার এর। অন্যদিকে পূত্রের লাশ বহনের পর দাফন সম্পন্ন করেছে এক হতভাগ্য পিতা আলতাফ মাহমুদ শিকদার। তার চোখের জল শুকিয়ে গেছে। হয়ত কখনই ভাবেননি পৃথিবীর সব চাইতে ভারী বস্তু ‘পিতার কাধে পূত্রের লাশ’ বহন করতে হবে তাকে। এমন দৃশ্য পাষান থেকে পাষানতর হৃদয়কেও কাদিয়েছে চাঁপা কান্নায়। গতকাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে শোকের ছায়া নেমে এসেছে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদার এর বড় ছেলে শিকদার মাইনুদ্দিন পাশা’র অকাল মৃত্যুতে। মাত্র ৩২ বছর বয়সেই তিনি চলে গেছেন সবাইকে কাঁদিয়ে। রেখে গেছেন স্ত্রী, ছেলে, ২ ভাই, ১ বোন, বাবা, মা সহ অসংখ্য প্রিয়জন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ভোর সাড়ে ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে…….রাজিউন)। গতকাল ভোর রাতে স্ট্রোক করেন মাইনুদ্দিন পাশা। তাৎক্ষনিক শেবাচিমে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আলতাফ মাহমুদ শিকদার এর বড় ছেলে ছিলেন তিনি। পড়াশুনা শেষে পৈত্রিক ব্যবসা শিকদার ট্রেডার্স দেখাশুনা করতেন শিকদার মাইনুদ্দিন পাশা। তার মৃত্যুর খবরে বাসভবনে স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো: মইদুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান খসরু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু, প্যানেল মেয়র আয়শা তৈহিদ লুনা, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কেএম শহিদুল্লাহ, কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির, কাউন্সিলর জাকির হোসেন ভুলু, সাঈদ আহমেদ মান্না, মীর জাহিদুল কবির জাহিদ, গাজী আক্তারুজ্জামান হিরু, আনিছুর রহমান দুলাল, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, জাকির হোসেন জেলাল, মো: ইউনুস, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, বিএনপি নেতা এবায়েদুল হক চান, জামায়াত মহানগর আমীর এ্যাড. মুয়াজ্জম হোসাইন হেলাল, আমিনুল ইসলাম খসরু, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, জাতীয় পার্টির নেতা মহসিন ইসলাম হাবুল প্রমূখ। এসময় তারা শিকদার মাইনুদ্দিন পাশা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল বাদ আছর নবগ্রাম রোডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তার রুহের মাগফেরাত কামনায় জানাযায় বরিশালের সর্বস্তরের লোক উপস্থিত ছিলেন।জানাযা শেষে মুসলিম গোরস্থানে শিকদার মাইনুদ্দিন পাশা’র দাফন সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, ফ্রেন্ডস সোসাইটির সভাপতি এএফএম আনোয়ারুল হক সাব্বির, বজলুর রহমান, হাবিবুর রহমান টিপু, জাকির হোসেন জেলাল, টুটুল চৌধুরী, মঞ্জুরুল আহসান ফেরদৌস, কাজী আল-মামুন, রফিকুল ইসলাম রানা, হালিম ভুইয়া, মো: সোহেল আহমেদ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT