কেন্দ্রীয় শহীদ মিনারে ৫দিন ব্যাপি অনুষ্ঠান মালা শুরু কেন্দ্রীয় শহীদ মিনারে ৫দিন ব্যাপি অনুষ্ঠান মালা শুরু - ajkerparibartan.com
কেন্দ্রীয় শহীদ মিনারে ৫দিন ব্যাপি অনুষ্ঠান মালা শুরু

1:00 am , February 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫দিন ব্যাপি অনুষ্ঠান মালা শুরু হয়েছে। গতকাল সোমবার এই অনুষ্ঠান মালার প্রথম দিনে সংগীতানুষ্ঠান, আলোচনা সভা, নাটক, নৃত্য সহ নানা পরিবেশনা হয়েছে। বিকাল সাড়ে ৫টা থেকে এই অনুষ্ঠান মালা শুরু হয়। শুরুতে সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন রংধনু ও সুরের ছোয়া সংগীত একাডেমি। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি মিন্টু কর। আলোচক হিসেবে ছিলেন ড. ফাতেমা হেরেন মালা, সুশান্ত ঘোষ এবং বিনয় ভূষন মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ-পরিষদের আহবায়ক অপূর্ব অপু। এর পরে গণনাট্য সংস্থার পরিবেশনায় বিরেন্দ্র রায়ের রচনা ও নির্দেশনায় নাটক, “দত্ব” পরিবেশিত হয়। অতপর ফারজানা সারমিন পিয়ার গ্রন্থানা ও নির্দেশনায় আবৃত্তি আলেখ্য “ভাষার জন্য আন্দোলন” অনুষ্ঠিত হয়। খেয়ালি গ্রুপ থিয়েটার পরিচালিত মীর মুস্তবা আলী সংস্কৃতিক চর্চাকেন্দ্র পরিবেশনায় উক্ত আবৃত্তি আলেখ্য পরিবেশিত হয়। খেলাঘর বরিশাল এর পরিবেশনা নৃত্য ও আলতাফ মাহামুদ সংগিত বিদ্যালয়ের সংগীত পরিবেশনার মধ্যৈ দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান মালা সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন স্বজল মাহামুদ ও সায়ন্তনী রাখী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT