আজ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ জেলা আইনজীবী সমিতির নির্বাচন - ajkerparibartan.com
আজ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

1:00 am , February 13, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ। নির্বাচনে ২৭ জন প্রার্থী নিজ নিজ পদে বিজয়ী হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশনার এড মজিবর রহমান জানান, নির্বাচনে ১১ টি পদের বিপরীতে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ছাড়াও গণতান্ত্রিক আইনজীবী পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ৮৬৬ জন আইনজীবী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এরআগে ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দেয়ার শেষ দিনে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী পরিষদের রতন কুমার দাস ও সদস্য পদে আবুল কালাম আজাদ। এছাড়া যুগ্ম সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী পরিষদের পরেশ চন্দ্র দে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি সমর্থিত মজিবর রহমান নান্টু ও আওয়ামী লীগ সমর্থিত আফজালুল করিম। এছাড়া আরো প্রতিদ্বন্দ্বিতা করবেন গণতান্ত্রিক আইনজীবী পরিষদের হিরন কুমার দাস ও স্বতন্ত্র প্রার্থী ডিকে চ্যাটার্জী দিলিপ। এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত অসীম কুমার বাড়ৈ, সেলিনা পারভিন, আওয়ামী লীগ সমর্থিত অসিত রঞ্জন দাস, সালাহ উদ্দিন সিপু, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তী। সাধারন সম্পাদক পদে বিএনপি সমর্থিত মির্জা রিয়াজ হোসেন, আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের এমএ জলিল। যুগ্ম-সম্পাদক পদে বিএনপি সমর্থিত নিজাম উদ্দিন, জাহিদুল ইসলাম পান্না, আওয়ামী লীগ সমর্থিত আব্দুল খালেক মনা, আহাদ আলী খান, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সালমা আক্তার। অর্থ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এসএম শওকত জাহাঙ্গির, আওয়ামী লীগ সমর্থিত নিয়াজ মাহামুদ খান। সদস্য পদে বিএনপি সমর্থিত শাহিন উদ্দিন মিয়া, আব্দুর রহমান চোকদার, মইনুল আবেদিন তুহিন, কাজী মাহমুদা, আওয়ামী লীগ সমর্থিত গোলাম ফারুক ডাবলু, এসএম ইসতিয়াক কবির রকি, রফিকুল ইসলাম ঝন্টু, সান্তনা রানি দত্ত স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে দুপুরের খাবার বিরতি দিতে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকবে। ১০ বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন আহবায়ক মজিবর রহমানসহ ৯ জন ভোটারদের ভোট গ্রহণ ও পরিচালনা করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT