মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই

1:00 am , February 11, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংস্কৃতিক, বিশিষ্ট সমাজসেবক স্বজ্জন ব্যক্তিত্ব আক্কাস হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাপলে বার্ধক্য জনিত কারনে শেষ নিশ্বাষ ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯১ বছর। নগরীর পুলিশ লাইন এলাকার নিবাসি এই মহৎ ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, ৯ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বিগত ৬ মাস ধরে তিনি শারিরিক ভাবে অসুস্থতার কারনে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর শুনে গতকাল সোমবার সকালে বাসভবনে ছুটে যান নগরীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিজন, সাংবাদিক নেতৃবৃন্দ সহ নগরীর বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। বেলা ১২টায় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনকে গনশ্রদ্ধা নিবেদন এর আয়োজন করে। এ সময় তার মরদেহে শেষ বারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, মুক্তিযোদ্ধ সংসদ বরিশাল মহানগর, জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ও মহানগর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, অমৃত লাল দে পরিবার, অমৃত লাল দে শিক্ষকবৃন্দ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, জাতীয় রবিন্দ্রসংগীত সম্মেলন পরিষদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা শাখা, সচেতন নাগরিক কমিটি, খেলাঘর, জাগো ফাউন্ডেশন, পঞ্চসিড়ি, সেক্টর কমান্ডর্সফোরাম, উদীচি, ব্রজমোহন থিয়েটার, উত্তরন সংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ সংগীত শিল্পি পরিষদ, প্রন্তিক সংগীত বিদ্যালয়, বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ, সুজন জেলা ও মহানগর, বরিশাল ওয়াইডাব্লিউসিএ, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা, রয়েল সিটি স্ক্যান সহ বিভিন্ন সংগঠন ও পরিষদ। এর পর তার মরদেহ পুনরায় বাস ভবনে নিয়ে যাওয়া হয়। বাদ আসর পুলিশ লাইন্স মাঠে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের জানাজা সম্পন্ন হয়। এর আগে জানাজা পূর্বে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও আমবাগান জন কল্যান সমিতি। জানাজায় উপস্থিত থেকে মরহুমের রুগের মাগফিরাত কামনা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, জেলা পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হোসেন চৌধুরি, জেলা আওয়ামীলীগের নেতা সৈয়দ আনিছ, মুক্তিযোদ্ধা বীর প্রতিক মহিউদ্দিন মানিক, ১১নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ, জেষ্ঠ সাংবাদিক নুরুল আলম ফরিদ। এর পরে তার মরদেহ আঞ্জুমান আরা মুসিলিম গোরস্থানে দাফন করা হয়েছে। এই সূর্য সন্তান বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গণসংগীত শিল্পী ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT