এদেশের জনগণ আর নির্বাচন বিশ্বাস করে না-সরোয়ার এদেশের জনগণ আর নির্বাচন বিশ্বাস করে না-সরোয়ার - ajkerparibartan.com
এদেশের জনগণ আর নির্বাচন বিশ্বাস করে না-সরোয়ার

1:00 am , February 9, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, বর্তমান ভোটারবিহীন সরকারের নির্বাচন এদেশের জনগণ আর বিশ্বাস করে না। এই সরকার জনবান্ধব সরকার নয় বলেই তারা আজ দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না। তারা দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে দেশে নাটক সৃষ্টি করছে। প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতার চেয়ার ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে এই সরকার। সরোয়ার আরো বলেন, সরকার ভারতের সাথে স্বামী-স্ত্রী’র মত সম্পর্কতৈরি করেছে। এ কারণে দেশের স্বার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা প্রতিবাদটুকুও করার সাহস পায় না। গতকাল শনিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা গুলো বলেন। সরোয়ার বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু এ দেশের মানুষ ভোটারবিহীন সরকারের স্বৈরশাসনের মধ্যে জীবন-যাপন করছে। সরকার অবৈধভাবে মসনদে বসে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ কারণে প্রতিদিন সীমান্তে স্বাধীন দেশের মানুষকে হত্যার পরও এর বিরুদ্ধে কিছুই বলছে না। সরোয়ার আরো বলেন, কয়েকদিন আগে হয়ে যাওয়া ঢাকা সিটি নির্বাচন আর বরিশাল সিটি নির্বাচন একই সূত্রে গাঁথা। এই দুটি নির্বাচনে কোন পার্থক্য নেই। এই নির্বাচন কমিশনারের অধীনে এদেশের মানুষ কোন দিন গণতন্ত্র উদ্ধারে নিজের সঠিক ভোট দিতে পারবে না। তাই গণতন্ত্র ও ভোটের অধিকার আদায় করাসহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, অ্যাড. আকতার হোসেন মেবুল, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য এ্যাড, আলী হায়দার বাবুল, মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও মহিলা দল নেত্রী ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT