অধ্যক্ষ’র বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলা অধ্যক্ষ’র বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলা - ajkerparibartan.com
অধ্যক্ষ’র বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলা

2:53 pm , February 7, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল এর বিরুদ্ধে অনৈকিভাবে অর্ধকোটি টাকা অর্থ অত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এর আগে নারী কেলেঙ্কারি, অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগে ওই অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বৃহস্পতিবার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য অ্যাড. মো. মাওলাদ হোসেন সানা বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার নথী সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর কলেজ গভানিং বডির সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যক্ষ মুকুলকে বরখাস্ত করা হয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওবায়েদুল হককে দায়িত্ব বুঝিয়ে দেবার জন্য চিঠি প্রদান করা হয়। অধ্যক্ষ মুকুল পত্র পাওয়া সত্তে গভর্নিং বডির সিদ্ধান্ত উপেক্ষা করে বিগত ১১ সেপ্টেম্বর থেকে গত ১৪ জানুয়ারী পর্যন্ত বেআইনি ভাবে কলেজে অধ্যক্ষ পদে থেকে বেআইনি ভাবে কলেজের আয় ও যেমনঃ ছাত্র ভর্তি, ছাত্রের বেতন, ফরম ফিলাপ, অতিরিক্ত ক্লাস নেওয়ার অর্থ নিয়ম মাফিক ব্যাংক হিসেবে জমা না দিয়ে নিজের কাছে সে টাকা রেখে তা আত্মসাৎ করেন। যার পরিমান ৪৯ লক্ষ ৪৪ হাজার ৫৪৮ টাকা। এ ঘটনায় কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাদী হয়ে এই মামলা দায়ের করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT