এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ ॥ বহিস্কার ১ এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ ॥ বহিস্কার ১ - ajkerparibartan.com
এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫৪ ॥ বহিস্কার ১

1:00 am , February 4, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪ পরীক্ষার্থী অংশ নেয়নি। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থী ভোলা জেলার। বরিশাল শিক্ষা বোর্ড সুত্রে এ তথ্য জানা গেছে। বোর্ডের ওয়েব পেইজে দেয়া পরিসংখ্যান অনুযায়ী এবারে পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরন করে ৯৪ হাজার ৯৯১ পরীক্ষার্থী। এর মধ্যে ৩৫৪ পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নেয় ৯৪ হাজার ৬৩৭ পরীক্ষার্থী। পরীক্ষার শুরুতেই বরিশালের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এ বছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ওই সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়াও বোর্ডে অনিয়মিত পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৪০৯ জন। এ বোর্ডে জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দেবে ১২২ জন। এবার বরিশাল বোর্ডের অধীনে ১৭৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছর ছিল ১৭৬টি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT