মুলাদীতে যুবক হত্যা মামলার আসামীদের গরু-বাছুর ছিনিয়ে নেয়ার অভিযোগ মুলাদীতে যুবক হত্যা মামলার আসামীদের গরু-বাছুর ছিনিয়ে নেয়ার অভিযোগ - ajkerparibartan.com
মুলাদীতে যুবক হত্যা মামলার আসামীদের গরু-বাছুর ছিনিয়ে নেয়ার অভিযোগ

2:38 pm , February 2, 2020

 

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে যুবককে পিটিয়ে হত্যা মামলার আসামীদের গরু-বাছুর ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরনে জানাগেছে, গত শুক্রবার বেলা আনুমানিক ১২.৩০মিনিটে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের মুজাম খানের পুত্র মোকলেস খান (৪০) সীমান্তবর্তী কালকিনি উপজেলার মোল্লারহাট বাজার থেকে তার নিজবাড়ী মুলাদী উপজেলার চরআলিমাবাদ গ্রামে আসার পথে একটি নির্যন বিলে ধরে নিয়ে লাঠিসোটা-হাতুরি পেটা করে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিমে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোকলেস। এঘটনায় নিহত মোকলেসের স্ত্রী বিথি বাদী হয়ে ৩০জন ও অজ্ঞাত নামা ৪/৫জনকে আসামী করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০২, তারিখ ০১-০২-২০২০ইং। মামলা সুত্রে মুলাদী থানা পুলিশ আসামী আলতাফ ফকিরের স্ত্রী রুনু বেগম, জামালের স্ত্রী নুপুর বেগম, শাহিন হাওলাদারের স্ত্রী শিউলি, সোলায়মান ফকিরের স্ত্রী বিথি বেগম ও কালাম খানের স্ত্রী তহমিনা বেগমকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরন করেছেন। এদিকে হত্যা মামলার আসামীদের বাড়ী ঘরে লুটপাট চালিয়ে তাদের প্রায় ৩০টি গরু সহ বিভিন্ন মালামাল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আসামী জামালের মা মৃত হাবিব হাওলাদারের স্ত্রী মেহেরুন নেছাকে ঘটনার পর থেকে খুজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। লুটপাটের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনির তালুকদার জানান, এখানে কোন লুটপাটের ঘটনা ঘটেনি। এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন জানান, লুটপাটের ঘটনা আমার জানা নেই, তবে আসামীদের গরু-বাছুর স্থানীয় মেম্বারের মাধ্যমে পুলিশের উপস্থিতিতে তাদের আত্মীয় স্বজনদের বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মেহেরুন নেছার নিখোজের বিষয়ে তিনি জানান, এব্যাপারে স্থানীয় লোকজনের কাছে জানতে চাওয়া হলে তারা কিছুই জানেনা বলে জানিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT