নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড - ajkerparibartan.com
নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড

3:00 pm , January 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বসত ঘরে মাদকদ্রব্য রেখে বিক্রয়ের অপরাধে মহানগর গোয়েন্দা পুলিশের করা মামলায় এক নারী ব্যবসায়িকে পৃথক ৩ ধারায় কারাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে ফেন্সিডিলের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ড দেয়া হয়েছে। এছাড়াও ইয়াবা রাখার দায়ে ১০ বছর ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং গাঁজা রাখার দায়ে ৭ মাস ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার এ দন্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। রায় ঘোষনার সময় দন্ডিত মোর্শেদা বেগম আদালতে উপস্থিত ছিলো। সে নগরীর দক্ষিন আলেকান্দার রিজিয়া ম্যানসনের আব্দুল মন্নান চৌকিদারের কন্যা। আদালত সুত্র জানায়, ২০১৬ সালের ৮ মার্চ মোর্শেদা বেগমের বসত ঘরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় তার কাছে থেকে ৫৫০ পিস ইয়াবা , ১শ বোতল ফেন্সিডিল ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ডিবির এসআই মোস্তফা কামাল বাদী হয়ে ওই দিনই কোতয়ালি মডেল থানায় মামলা করে। একই বছরের ২০ জুলাই আদালতে চার্জশীট জমা দেয় ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই দন্ড দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT