মনপুরায় ঘুমন্ত ব্যবসায়ীর গলাকেটে হত্যার চেষ্টা মনপুরায় ঘুমন্ত ব্যবসায়ীর গলাকেটে হত্যার চেষ্টা - ajkerparibartan.com
মনপুরায় ঘুমন্ত ব্যবসায়ীর গলাকেটে হত্যার চেষ্টা

2:23 pm , January 26, 2020

মনপুরা প্রতিবেদক ॥ মনপুরায় বাড়ীর সিঁধকেটে ঘুমন্ত অবস্থায় কাপড় ব্যবসায়ীর গলাকেটে হত্যাচেষ্ঠা করেছে দূর্বৃত্তরা। পরে রাতেই গুরুত্বর আহত অবস্থায় ব্যবসায়ীকে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ওসি সাখাওয়াত হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে একটি ছুরি ও টর্চ লাইট উদ্ধার করে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডে কাপড় ব্যবসায়ীর বাড়ীতে এই ঘটনা ঘটে।দূর্বৃত্তদের হাতে গুরুত্বর আহত ব্যবসায়ী হলেন, বিশ^রুপ চন্দ্র দাস (৪০)। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেটের নিলয় বস্ত্রালয়ের মালিক।মনপুরা সদর হাসপাতালের কর্তব্যরত আবাসিক ডাঃ মোঃ শফিকুল ইসলাম জানান, গলা ও চোয়ালে ১০ সেন্টিমিটার পর্যন্ত কাটা ছিল। রোগির প্রাথমিক চিকিৎসা শেষে নিবিড় পর্যাবেক্ষনে রয়েছে।আহত ব্যবসায়ী বিশ^রুপ ও স্ত্রী গন্ধেশ^রী জানান, শনিবার রাত সাড়ে ১১ টায় বাসার পিছনের বারিন্দায় দুইজনই ঘুমিয়ে ছিলেন। রাতে একপর্যায়ে গলায় চেপে ধরে ছুরি দিয়ে আঘাত করলে চিৎকারের শব্দে পাশে থাকা স্ত্রী ও ভিতরের কামরায় ঘুমিয়ে থাকা দুই সন্তান জেগে উঠে। এই সময় এক ব্যক্তি উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি ঘরের সিঁধ কাটা। ঘরে কাপড়ের দোকানের মালামাল ছিল কিন্তু কোন মাল দূর্বৃত্তরা নেয়নি। তবে একটি বিকাশের সিম থাকা মোবাইল পাওয়া যাচ্ছেনা। তিনি আরও জানান, কারো সাথে ব্যবসায়িক ও পারিবারিক শুত্রুতা নেই।এদিকে এই ঘটনায় ব্যবসায়ীসহ সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এই ঘটনায় দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগের যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল জানান, ঘটনা শুনার সাথে সাথে পুলিশকে অবহিত করি। ওই ব্যবসায়ীর সাথে কারো দ্বন্দ নেই। তবে মনপুরার শান্তি শৃংঙ্খলা নষ্ট করতে কোন অপশক্তি পাঁয়তারা করছে।এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি ছুরি ও টর্চ লাইট উদ্ধার করা হয়। এছাড়াও একটি বিকাশের সিমসহ মোবাইল নিয়ে গেছে দূর্বৃত্তরা। পুলিশি তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT