ঝালকাঠিতে ৪ মামলায় জেলে ছাত্রলীগের সাবেক নেতা মিলন ঝালকাঠিতে ৪ মামলায় জেলে ছাত্রলীগের সাবেক নেতা মিলন - ajkerparibartan.com
ঝালকাঠিতে ৪ মামলায় জেলে ছাত্রলীগের সাবেক নেতা মিলন

3:07 pm , January 17, 2020

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলনকে ৩ দিনের রিমান্ড শেষে জেলা হাজতে পাঠানো হয়েছে। শুত্রবার দুপুরে ঝালকাঠি সদর থানা থেকে আদালতে পাঠালে তার জামিন না মঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠায়। ঝালকাঠি সদর থানার এসআই সরোয়ার হোসেন বলেন, ৩ দিনের রিমান্ডের সময় শেষ হওয়ায় সকাল সাড়ে ১০টায় সদর থানা থেকে মিলনকে আদালতে নেওয়া হয়। ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এএইচ এম ইমরানুর রহমান তার জামিনাবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডকালে তার কাছ থেকে আর কোন তথ্য পাওয় যায়নি।
ঝালকাঠি সদর ওসি মো: খলিলুর রহমান জানান, জানায়, এক ঠিকাদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার রাতে শহরের ডাক্তারপট্টি এলাকার মিলনের বাসায় অভিযানকালে তাকে গ্রেফতারের সময় তার বাসা থেকে ১৫টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। চাঁদাবাজি মামলায় অভিযুক্ত মিলন ছাড়াও পরে তার আরও ৫ সহযোগীকে গ্রেফতার করে করা হয়। প্রথম বারের ১৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই সরোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। বুধবার মিলনকে আদালতে সোপর্দ করলে তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালতের বিচারক। বাকি আসামীদের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে থাকাকালে তার দেওয়া স্বীকারোক্তিতে বুধবার রাতে মিলনকে সাথে নিয়ে পুলিশ দ্বিতীয় দফায় অভিযান করলে তার বাসায় লুকানো অবস্থায় ২টি দেশীয় পাইপ গান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার এস আই দেলোয়ার হোসেন বাদী হয়ে মিলনকে আাসামী করে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করে। অপর দিকে বুধবার বিকেলেই এলজিইডির হিসাব রক্ষক স্বপন কুমার বাদী হয়ে তাকে মারধরের অভিযোগে মিলনকে আসামী করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ নিয়ে মিলনের বিরুদ্ধে ৩ দিনের ব্যবধানে ঝালকাঠি সদর থানায় ৪টি মামলা দায়ের হয়েছে যার মধ্যে দুটি মামলার বাদি পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT