3:04 pm , January 17, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ তানসেন সংগীত বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও সম্মাননা অনুষ্ঠান ফকিরহাট নিসর্গ এন্টারটেইনমেন্ট জোনে অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবক, সভাপতি-সম্পাদক, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণদের নিয়ে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। সংগীতানুষ্ঠান, নৃত্য, কবিতা আবৃত্তি, র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণসহ তানসেন সংগীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) ও উপদেষ্টা দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজকে সম্মাননা ক্রেষ্ট উপহার দেওয়া হয়। বার্ষিক বনভোজনের র্যাফেল ড্র ও অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ (বীর প্রতিক) ও আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা টুটুল চৌধুরী, কাজী আফরোজা, তানসেন সংগীত বিদ্যালয়ের সভাপতি প্রিয় লাল দাস, সম্পাদক সুপন কান্তি ঘোষ, সহ-সভাপতি বিনয় ভুষন মন্ডল, ভুদেব মৈত্র, এম.এ কুদ্দুস প্রমূখ।