3:10 pm , January 12, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিবারের ন্যায় এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আগামি ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার তফসিল ঘোষনা করেন নির্বাচন উপ পরিষদের আহবায়ক এডভোকেট মজিবর রহমান। তফসিল সুত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুলাই প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮৬৬ জন আইনজীবী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই অনুযায়ি আগামী ২৩ জানুয়ারী দুপুর ২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরন করবে নির্বাচন উপ পরিষদ। ২৭ জানুয়ারী দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন করবে তারা। ২৮ জানুয়ারী প্রার্থী মনোনয়নের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২৯ জানুয়ারী বেলা ২ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ দেয়া হবে। পরের দিন ৩০ জানুয়ারী দুপুর ২ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ১৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মাঝে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত মধ্যাহ্ন ভোজের বিরতী থাকবে। তফসিলে আরও জানানো হয়, আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ২০ এর ক,খ,গ,ও ঘ ধারা সকল আইনজীবীকে মেনে চলতে হবে। যা কোনভাবে লঙ্ঘন করা যাবেনা। এছাড়াও গত বারের ন্যায় নির্বাচনে প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না। কোনরূপ পোষ্টার, প্রচার পত্র, প্লাকার্ড, মাইক্রোফোন মিছিল ও হাততালি দিয়ে স্লোগানের মাধ্যমে প্রচার করা যাবে না। কোন সদস্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে হলে নির্বাচন উপ পরিষদের পুর্ব অনুমতি লাগবে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার করা যাবেনা। একজনের সাথে অন্য কেউ কেন্দ্রে ঢুকতেও পারবে না। এধরণের কোন অভিযোগ পেলে তাতক্ষনিক ভাবে নির্বাচন উপ পরিষদ তার ভোট বাতিল করতে পারবে। এবারের নির্বাচনে প্রার্থীর পক্ষে কোন এজেন্ট থাকবেনা। এছাড়াও প্যানেল ভিত্তিক কোন সভা করতে পারবে না বলেও তফসিলে উল্লেখ করা হয়।