পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে মামলা

3:03 pm , January 7, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্ত্রীকে কুপিয়ে আহত করেছে পুলিশ কনষ্টেবল আনিছুর রহমান (ক:ন-৯৯৭)। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। একইসাথে বিষয়টি নিয়ে ডিআইজির কাছে বিচার চাওয়ায় দু’মাস বয়সী শিশু সন্তানকেসহ স্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে ওই পুলিশ কনষ্টেবল। বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তারা একাধিকবার বৈঠকে বসলেও কোন সুরাহা হয়নি। মামলা সূত্রে জানা যায়, ভোলা সদর থানায় পুলিশ কনষ্টেবল পদে কর্মরত আছে মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা আনিছুর রহমান। সেই সূত্রে স্ত্রী সুমি আক্তারকে নিয়ে ভোলা অফিসার্স পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। স্বামী পরিত্যাক্তা বাসার মালিক মরিয়ম বেগমের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে আনিছুর রহমান। বিষয়টি সুমি আক্তার বারন করলে ডিভোর্স দেয়া হয়েছে বলে বাসা থেকে দুই মাস বয়সী শিশুসহ তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি লিখিত ভাবে ডিআইজি ও ভোলা পুলিশ সুপার’র কাছে জানানো হলে ক্ষিপ্ত হয়ে নিজেরা মিমাংসার কথা বলে স্ত্রী সুমি আক্তারকে বরিশাল নিয়ে এসে কুপিয়ে আহত করে পুলিশ কনষ্টেবল আনিছুর রহমান। এ ঘটনায় সুমি আক্তার নিজেই বাধী হয়ে ২ জানুয়ারী কোতয়ালী থানায় মামলা (মা:নং-১২) দায়ের করেন। অন্যদিকে মামলার ঘটনা জানতে পেরে শিশু সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে বলে জানান ভূক্তভোগি এ নারী। ভোলা সদর সার্কেল এসপি মহসিন আলী ফারুক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পরে অভিযোগ সত্য হলে আমরা ব্যবস্থা নেব। ভোলা সদর থানার ওসি জানান, বিষয়টি মীমাংসার জন্য এ্যাডিশনাল ডিআইজি স্যারও বলেছিলেন কিন্তু তা সম্ভব হয়নি। বরিশাল কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রোজিনা বেগম জানান, যেহেতু সে খুনের উদ্দেশ্যে একজন নারীকে কুপিয়েছে সেহেতু তাকে যে কোন সময় গ্রেফতার করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT