আশঙ্কামুক্ত নানক, পড়ানো হলো রিং আশঙ্কামুক্ত নানক, পড়ানো হলো রিং - ajkerparibartan.com
আশঙ্কামুক্ত নানক, পড়ানো হলো রিং

3:04 pm , January 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকালে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তার ব্যক্তিগত সহকারি বিপ্লব বলেন, বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি রিং পড়ানো হয়েছে। ধানম-ি ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ মাহবুবর রহমান বলেন, জাহাঙ্গীর কবির নানকের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে হার্টে রিং পড়ানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামী তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT