বানারীপাড়ায় দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাহিরা বানারীপাড়ায় দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাহিরা - ajkerparibartan.com
বানারীপাড়ায় দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাহিরা

2:38 pm , January 2, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় বানারীপাড়ার মেয়ে সাহিরা আক্তার (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ যেন ফোঁটার আগেই অঙ্কুরে ঝড়ে পড়া ফুলের মতো। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণার পর বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলি নিজ বাড়িতে এ আত্মহননের ঘটনা ঘটে। সাহিরা বরিশাল কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম শাহিনের মেয়ে। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবার সে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। জানা গেছে স্কুল ছাত্রী সাহিরা জেএসসি পরীক্ষায় কাঙ্খিত জিপিএ-৫ পায়নি। এ কারণে লোক লজ্জার ভয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা ইসলাম জানান,সাহিরা জিপিএ-৪ পেয়েছে। ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জেনেছি জিপিএ-৫ না পাওয়ায় সাহিরা আত্মহত্যা করেছে। এদিকে ১ জানুয়ারী বুধবার বাদ জোহর জানাজা শেষে বানারীপাড়ার লবণসাড়া গ্রামের মুন্সি বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবরের পাশে সাহিরার লাশ দাফন করা হয়।একমাত্র সন্তান সাহিরাকে হারিয়ে তার বাবা-মা পাগলপ্রায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT