2:28 pm , January 2, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মাত্র ৫ দিন স্বস্তিতে পার করেছে দক্ষিনাঞ্চলের মানুষ। বেশী একটা শীতের তীব্রতা ছিল না। কিন্তু আজ থেকে আবার হাজির হচ্ছে হাড় কাপানো শীত। তবে এবারের শীত আরো ব্যতিক্রমধর্মী অনুভুতি নিয়ে হাজির হবে। তাপমাত্রা বেশী একটা নিচে না নামলেও থাকবে অবিরাম বৃষ্টি। শুধু বৃষ্টি নয় মাঝে মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরবে। স্বভাবত কারনেই দেখা মিলবে না সূর্যের। ফলে শীতটা একটু বেশীই অনুভূত হবে। তথ্য বরিশাল আবহাওয়া অফিসের। বরিশাল আবহাওয়া অফিস জানায় বরিশালে আগামীকাল (আজ) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী আর সর্ব নি¤œ ১৫ ডিগ্রী সেলসিয়াস। তবে এমন তাপমাত্রায় খুশি হবার কিছু নেই। কারন বৃহস্পতিবার ভোর রাত থেকে শুক্রবার বিকেল বা সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হবার শতভাগ সম্ভাবনা রয়েছে। যে কারনে পর্যাপ্ত শীত অনূভূত হবে। এদিকে আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ৩, ৪ ও ৫ জানুয়ারি সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি পর থেকে একটি তীব্র শৈত্য প্রবাহ আসবে। ১০ জানুয়ারির পর মাসের মাঝামাঝি একটি মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে। তখন তাপমাত্রা থাকবে ছয় থেকে আট ডিগ্রী সেলসিয়াস। মাসের শেষদিকে আসবে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ। তখন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে আসতে পারে।