দূর্নীতিবাজদের বিরুদ্ধে আমি কাঠের চশমা পড়েছি-মেয়র দূর্নীতিবাজদের বিরুদ্ধে আমি কাঠের চশমা পড়েছি-মেয়র - ajkerparibartan.com
দূর্নীতিবাজদের বিরুদ্ধে আমি কাঠের চশমা পড়েছি-মেয়র

2:56 pm , November 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে যারা সংগঠনের জন্য নিজের জীবনবাজী রেখেছেন তাঁদের মূল্যায়িত করতে হবে। আজ আমরা প্রয়াত নেতাকর্মীদের স্মরন করতে চাই। জেলা, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের যে সকল নেতাকর্মী দলের দুঃসময়ে কাজ করেছেন তাদের ত্যাগকে মূল্যায়িত করার পাশাপাশি যারা চীর বিদায় নিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় প্রতিবছর অত্যন্ত একবার যেন একটি কর্মসূচি পালন করা হয় সেজন্য উদ্যোগ গ্রহন করার জন্য নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান তিনি। মেয়র বলেন, অনেকেই বলে থাকেন আমি নাকি কাঠের চশমা পড়েছি। অবশ্যই কাঠের চশমা পড়েছি। কিন্তু এ কাঠের চশমা দূর্ণীতিবাজদের জন্য। সে আমার সংগঠনের হোক আর অন্য দলের হোক। দূর্নীতিবাজদের সাথে কোন আপোষ নেই। মেয়র গতকাল শুক্রবার নগরীর বান্দ রোড এলাকায় কর ভবনের সামনে অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ০৯ ও ১০ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন। মেয়র বলেন, সকলকে সাথে নিয়ে ঐতিহ্যবাহী প্রাচীন এই দলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একজন কর্মী হয়ে আমাদের সকলের কাজ হবে প্রধানমন্ত্রীর চাওয়াকে তৃণমূলে বাস্তবায়ন করা। মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আমি দায়িত্ব নেয়ার আগেই এ নগরী থেকে মাদক, জুয়া, হাউজিসহ সকল অপকর্ম বন্ধ করে দিয়েছি। তারপরেও দলের নাম ভাঙিয়ে কেউ কোন অপরাধ করলে সে যদি সব সময় আমার পাশেও থাকে আপনারা নির্ভয়ে ওই অপরাধীর নাম আমার কাছে দেবেন। আমি সাংগঠনিক ও আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। মেয়র চ্যালেঞ্জ করে বলেন, আমি কোন পার্সেন্টিজ নেইনা। আজ বরিশালে কোন চাঁদাবাজ সন্ত্রাসী নেই। মেয়র উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি দায়িত্ব নেয়ার পর সিটি কর্পোরেশন থেকে দূর্নীতি উৎখাত করেছি। আমাকে সময় দিন আমি আপনাদের চাহিদার বেশী উন্নয়ন করে দেবো। সেবক কলোনী গুলো অল্প সময়ের মধ্যে বসবাসের জন্য উপযোগী হয়ে যাবে উল্লেখ করে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলে নগরীর অন্যান্য কলোনী গুলোতে বসবাসকারীদের জন্য বহুতল বিশিষ্ট ভবন তৈরী করে দেয়া হবে। সড়ক উন্নয়ন কাজের জন্য ১২শ কোটি টাকার প্রকল্প এবং খাল পুনরুদ্ধার ও এর সৌন্দর্য্য বর্ধনের জন্য আড়াই হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এ দুটি প্রকল্প পাস হলে নগরীর উন্নয়ন কাজে আমূল পরিবর্তন আসবে। আমি আপনাদের সাথে নিয়ে আমার ভবিষ্যত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই। প্রতিটি ওয়ার্ডে শিশুদের বিনোদনের জন্য মিনি শিশু পার্ক তৈরী করা যায় কিনা সেলক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। বরিশালকে বরিশাল রেখেই এখানকার জীবনমান উন্নয়নে আমি বাস্তবমূখী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য একটি সুন্দর নগরী উপহার দিতে চাই। আমাদের সন্তানেরা যাতে বরিশালে থেকেই উচ্চতর শিক্ষা গ্রহন করে বরিশালেই তার কর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য পদক্ষেপ নেবো। মেয়র বলেন, খালি নেতার নামে শ্লোগান আর হাততালি দিলে হবেনা। বঙ্গবন্ধু এদেশের মেহনতি মানুষের কথা চিন্তা করতেন। আমাদের তাঁর আদর্শের অনুসারী হয়ে পথ চলতে হবে। মেয়র বলেন, আমি দায়িত্ব নেয়ার পর সিটি কর বৃদ্ধি করা হয়নাই। সাবেক মেয়রের সময়ে নির্ধারিত হারেই কর আদায় করা হচ্ছে। পার্থক্য শুধু হচ্ছে আগে অনিয়মের আশ্রয় নিয়ে অনৈতিক সুবিধা পাওয়া যেতো এখন সেটা বন্ধ হয়ে গেছে। আজকে একটা শ্রেনী নানা প্রপাগন্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্ঠা করছে। ওই সকল হাইব্রিডদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সকলে সচেতন থাকলে সব ঠিক থাকবে। আমি অটো রিক্সার ব্যবসা করতে মেয়রের দায়িত্ব নেইনি। আমি বিসিসির ৭৫ লাখ টাকা আয় করে ৭৫ কোটি টাকার বদনাম নিতে পারবোনা। আমি ড্রেজার বন্ধ করেছি জনগনের স্বার্থের কথা চিন্তা করে। অঅজ ড্রেজারের অবাধ ব্যবহারের কারনে নদীর গতিপথ বাঁধাগ্রস্ত হচ্ছে। মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আমি কিন্তু আরাম আয়েশ করে জীবনযাপন করিনি। অনেক ত্যাগ স্বীকার করে আমাদের রাজনীতি করতে হয়েছে। আমি সংসারের মায়া ভুলে জনগনের ভালবাসার জন্য, তাদের সেবা করার জন্য আমাকে নিবেদিক করেছি। জামায়াত, যুদ্ধাপরাধী ও অপর্মের সাথে যুক্তরা বাদে সকলে আওয়ামী লীগ করতে পারবেন। কিন্তু সভাপতি, সম্পাদক বানানো হবে জাতের বিচার করে। সংগঠন যারা করবেন তারা নৈতিক সুবিধা অবশ্যই পাবেন কিন্তু তা হতে হবে সমবন্টন হারে। মনে রাখতে হবে আমরা রাজনীতি করি লুটেপুটে খাওয়ার জন্য নয়। মেয়র নবীন-প্রবীনদের সমন্বয়ে নগরীর সকল ওয়ার্ড কমিটি গঠনের অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেন।
১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাড. হুমায়ন কবির প্রিন্সের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উদ্ধোধক ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.আফজালুল করিম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. একেএম জাহাঙ্গীর। সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কেবিএস আহম্মেদ কবির, সাইদুর রহমান রিন্টু, নিজামুল ইসলাম নিজাম, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমানসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ , ওয়ার্ড ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং দল সমর্থিত কাউন্সিলরবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT