কলাপাড়ায় স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলা কলাপাড়ায় স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলা - ajkerparibartan.com
কলাপাড়ায় স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলা

3:20 pm , October 31, 2019

পরিবর্তন ডেস্ক ॥ কলাপাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্কুলছাত্রী শুক্লার পিতা সুনিল চন্দ্র হাওলাদার পাঁচ বখাটের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার সেলিম মেকারের ছেলে মো. সুমন (২০), ইউনুচের ছেলে মো. শান্ত (২০), তাঁর চাচা মো. জহির (৪০), মিজানুর রহমানের ছেলে মো. শিশির (২২) ও নাইয়াপট্রি এলাকার জিসানকে (২০) আসামি করা হয়। পুলিশ পটুয়াখালীর র‌্যাবের সহায়তায় প্রধান আসামি সুমন ও জহিরকে বুধবার রাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয় এবং সুমনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. নুরুজ্জামান।
খেপুপাড়ার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হৈমন্তি শুক্লা যৌন হয়রানি সইতে না পেরে গত ২৭ অক্টোবর দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের ভাড়া বাসার নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদুর রহমান জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে শুক্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করেন। তার মৃত্যুর কারন অনুসন্ধানের জন্য ঘটনার পর থেকেই পুলিশ কাজ করছে। মামলার অপর তিন আসামিকেও গেফতারের চেষ্টা চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT