জবাবদিহিতার অভাবে দূর্নীতি-লুটপাট ছড়িয়ে পড়েছে – জুনায়েদ সাকি জবাবদিহিতার অভাবে দূর্নীতি-লুটপাট ছড়িয়ে পড়েছে - জুনায়েদ সাকি - ajkerparibartan.com
জবাবদিহিতার অভাবে দূর্নীতি-লুটপাট ছড়িয়ে পড়েছে – জুনায়েদ সাকি

3:18 pm , October 31, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ গণ সংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, এদেশের ৩০ তারিখের ভোট ২৯ তারিখ গ্রহন করে এত বড় অন্যায় যারা করে, তাদের মুখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানায় না। এ রকম অন্যায় কোন দেশে আজ পর্যন্ত হয়নি। এসব ভোটের কাজে অংশ নিয়েছে প্রশাসন। তারাই আবার অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। তাদের এ কাজে শোভা পায় না। আজকে কোন জবাবদিহিতার অভাবে সর্বত্র দূর্নীতি- লুটপাট দেশের চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন আ’লীগ এটা পরিশুদ্ধ করবে বলে যে কথা বলা হচ্ছে তা বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা। বর্তমান সরকারের ১১ বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে ৮ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। প্রতি বছর দেশ থেকে ৭০ থেকে ৭৫ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ে টর্চারসেল বানিয়ে ছাত্র সংগঠন ও বিরোধীদলকে দমন করতে চায়। দেশের ছাত্র সংগঠন সংগঠিত হয়ে প্রতিরোধ না করার কারনে রাষ্ট্রে অন্যায়ের শক্তি চেপে ধরেছে। এ কারনেই ছাত্র সংগঠনকে সু সংগঠিত হওয়ার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার নগরীতে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ক্যাম্পাস থেকে ঘরে-বাইরে সর্বত্র যৌন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা ও শিক্ষাঙ্গনসহ সারা দেশে দূর্নীতি সন্ত্রাস দখলদার প্রশাসনিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্য বদ্ধ আহবান জানিয়ে দূর্নীতি ও ধর্ষণ বিরোধী বিভাগীয় এ সমাবেশ আয়োজন করে ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটি। সংগঠনের জেলা আহবায়ক নবীন আহমেদের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাধারন সম্পাদক জাহিদ সুজন, গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, (ঢাবি) ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, বরিশাল জেলার সদস্য শাকিবুল ইসলাম শাফিন, রাইদুল ইসলাম সাকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ফেডারেশন জেলা সদস্য মোঃ জাবের হোসেন। এ সময় জুনায়েদ সাকি আরো বলেন, সরকার উন্নয়ন আর মুক্তিযুদ্ধের নামে দেশের মানুষকে ভাল রাখতে পারে না। কোথাও দেশের মানুষ ভাল নেই বলে একটু শুদ্ধি অভিযান করছে। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে দাড়িয়ে কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাহিদ সুজন ছাত্র ফেডারেশনের সদস্যদেরকে অনিয়ম ও দূর্নীতি থেকে দূরে থাকার জন্য শপথ বাক্য পাঠ করিয়েছেন। এরপরে শহীদ মিনার এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন এলাকা পদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT