নগরীতে বহুতল ভবন থেকে পড়ে কেয়ারটেকার নিহত নগরীতে বহুতল ভবন থেকে পড়ে কেয়ারটেকার নিহত - ajkerparibartan.com
নগরীতে বহুতল ভবন থেকে পড়ে কেয়ারটেকার নিহত

3:02 pm , October 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে রহস্যজনকভাবে নির্মানাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে আয়ুব আলী (৩৮) নামে এক কেয়ারটেকরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিল সংলগ্নে এই ঘটনা ঘটে।
তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে ভবনের নির্মানকারী ঠিকাদার এবং তার সহযোগিরা। এমনকি পুলিশও তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ফলে ঘটনাটিকে রহস্যজনক মনে করছে পুলিশ।
নিহত আয়ুব আলী পটুয়াখালী সদর থানাধীন গ্যারাখালী গ্রামের মৃত আলী আকবর মুধার ছেলে। তিনি রূপাতলীতে নির্মানাধীন ওই ছয় তলা ভবনের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার দুপুরে শেবাচিমের মর্গে নিহত আয়ুব আলী’র মৃতদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুল বাশার জানান, ‘যে ছয় তলা থেকে আয়ুব আলী পড়ে গেছে ঘটনার সময় সেখানে অন্য কেউ ছিলো না বলে সবাই দাবি করছে। কাজ শেষে তারা যে যার মত করে চলে যায় বলে পুলিশকে জানিয়েছে। তবে ধারনা করা হচ্ছে ঘটনার সময় অবশ্যই সেখানে কেউ ছিল।
এসআই সালেকুল বাশার বলেন, সার্বিক কারনে ‘মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। কেননা ঘটনার পড় থেকে বাড়িটি নির্মানকারী ঠিকাদার শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। এমনকে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেন নি। এমনকি ঠিকাদার বা তার সহযোগিতা ঠিকাদার কেউ নিহতের সম্পর্কে খোঁজ খবর নিতেও আসেনি। হতে পরে তার মৃত্যুর সাথে ঠিকাদার বা তার লোকজন জড়িত থাকতে পারে।তিনি বলেন, ‘গতকাল বুধবার নিহতের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে। তাছাড়া ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করতে চাইলে তা গ্রহন করা হবে। তাছাড়া ময়না তদন্ত প্রতিবেদনে এটি হত্যাকান্ড বলে প্রমান মিললে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT