একযুগ পেরিয়ে বিএমপি পূর্ণতা না পেলেও অর্জন অনেক একযুগ পেরিয়ে বিএমপি পূর্ণতা না পেলেও অর্জন অনেক - ajkerparibartan.com
একযুগ পেরিয়ে বিএমপি পূর্ণতা না পেলেও অর্জন অনেক

3:06 pm , October 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের পঞ্চম বিভাগীয় সদর বরিশালের মহানগর পুলিশ প্রতিষ্ঠার ১৩ তম বর্ষে পা রাখছে শণিবার। তবে এ প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারো কোন আনুষ্ঠনিকতা নেই ‘বরিশাল মহানগর পুলিশের (বিএমপি)। ২০০৬ সালের ২৬ অক্টোবর বিকেলে নগরীর ওয়াপদা কলোনী মাঠে বিএমপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি বিশেষ অতিথি ছিলেন। বরিশাল রেঞ্জের তৎকালীন ডিআইজি আমিনুল ইসলাম প্রথম ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের দায়িত্ব লাভ করেছিলেন। শুরুতে শুধুমাত্র সাবেক কোতয়য়ালী থানা নিয়ে এ মহানগর পুলিশ ইউনিটের যাত্রা শুরু হলেও বর্তমানে থানার সংখ্যা ৪টি।
সে থেকে হাটি হাটি পায়ে চলছে দেশের ৫ম এ মহানগরের পুলিশ ইউনিটটির কার্যক্রম। তবে প্রতিষ্ঠার এক যুগ অতিক্রম করলেও আজ পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ এ পুলিশ ইউনিটের নিজস্ব সদর দপ্তর ভবন হয়নি। নেই পরিপূর্ণ পুলিশ লাইন্সও। এখনো একটি ভাড়া বাড়ীতে বিএমপি’র সদর দপ্তর এবং জেলা পুলিশের পুরনো একটি হাসপাতাল ভবনে পুলিশ লাইন্স-এর কার্যক্রম চলছে। ফলে বেশীরভাগ পুলিশ ফোর্সই অনেক কষ্ট করে দিনযাপন করছেন। তবে ইতোমধ্যে ওয়াপদা কলোনীর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের প্রায় এক একর জমি পুলিশ অধিদপ্তর কিনে নিয়ে সেখানে বিএমপি’র সদর দপ্তর ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। নগরীর রূপাতলী এলাকায় প্রায় ২৫ একর জমি হুকুম দখল করে সেখানে পুলিশ লাইন্স-এর নির্মান কাজও শুরু হয়েছে। ২০২১-এর জুনের মধ্যে এ দুটি জনগুরুত্বপূর্ণ অবকাঠামোর কাজ শেষ হবে বলে কতৃপক্ষ আশা করছেন।
এদিকে বিএমপি প্রতিষ্ঠাকালীন সময়ের জনবল মঞ্জুরী প্রায় সাড়ে ১২শ থেকে ২হাজার ৭৩-এ উন্নীত হয়েছে ইতোমধ্যে। কিন্তু সেখানেও রয়েছে ব্যাপক শূণ্যতা। বরিশাল মহানগর পুলিশে একজন অতিরিক্ত কমিশনার সহ প্রায় ৪শ পদ শূণ্য রয়েছে। অতিরিক্ত উপ-কমিশনার’এর ৯টি, সহকারী কমিশনারের ৭টি, ইনেসপেক্টরের ১৯টি, এসআই-এর প্রায় ৭৫টি, টিএসএআই-এর দুটি, সার্জেন্ট-এর ১০টি এবং কনেস্টবল এর প্রায় ১৭০টি পদ শূণ্য রয়েছে বরিশাল মহানগর পুলিশে।
তবে গত এক যুগে এ মহানগর পুলিশ ইউনিটের অনেক উন্নয়ন ঘটেছে। যানবাহন থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে উন্নয়ন ঘটলেও নগরীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নয় নগরবাশী। এনগরীতে হাইড্রোলিক হর্ণ বন্ধে নুন্যতম কোন পদক্ষেপ নেই। নগরী যুড়ে দানবের মত দাপিয়ে বেড়াচ্ছে মাহিন্দ্রাÑআলফা’র মত বড় মাপের থ্রীÑহুইলার। যার ফলে এ নগরীতে পথ দূর্ঘটনা এখন নিত্যকার ঘটনা। চলতি মাসে নগরীতে ৪টি ভয়াবহ পথ দূর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরপরেও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার তেমন কোন উদ্যোগ নেই। উপরন্তু যাত্রীবান্ধব ইজিবাইক বন্ধ করে দেয়া হয়েছে জনমতকে উপেক্ষা করেই। ফলে নগরবাসীর দূর্ভোগ কার্যত বেড়েছে।
মহানগর পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম’র সাথে আলাপ করা হলে তিনি জানান, আমরা চেষ্টা করছি জনবান্ধব বিএমপি গড়ে তুলতে। নগরবাসীর মতামত নিয়ে এবং নাগরিকদের সম্পৃক্ত করেই আমরা এ নগরীর আইনÑশৃংখলা আরো উন্নয়নের চেষ্টা করছি। তিনি বলেন প্রতিমাসে প্রতিটি থানায় ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়। যেখানে নগরীর যেকোন মানুষ পুলিশ সহ আইনÑশৃংখলা সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরতে পারছেন। পুলিশ কমিশনার নিজে ওপেন হাউজ ডে’র সভায় উপস্থিত থাকেন বলে জানিয়ে এ নগরীর আইনÑশৃংখলা সহ পুলিশী কার্যক্রমে নগরবাসীর মতামতের মূলায়ন করা হয় বলেও জানান তিনি। নগরীর ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আরো কার্যকর ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি। বিএমপি’র প্রতিষ্ঠা বাষিকী উদযাপন সম্পর্কে তিনি বলেন, ২৬ অক্টোবর যেহেতু কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে, তাই পরবর্তি সুবিধাজনক দিনে এ ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকীও পালিত হবে বলেও জানান পুলিশ কমিশনার।
তবে মহানগর পুলিশে অবিলম্বে আরো অন্তত ৩টি থানা প্রতিষ্ঠা জরুরী বলে মনে করছেন নগরবাসী। এখনো কোতয়ালী থানার পরিধি বিশাল। এ থানাটির পূণঃর্গঠন জরুরী। অবিলম্বে নগরীর নবগ্রাম রোড-চৌমাথা থেকে পশ্চিম কড়াপুর পর্যন্ত একটি থানা, রূপাতলী-জাগুয়া এলাকা নিয়ে আরেকটি থানা এবং চরমোনাই ও সংলগ্ন এলাকা নিয়ে তৃতীয় থানা প্রতিষ্ঠার দাবী রয়েছে নগরবাসীর। বিএমপি’র জন্য মঞ্জুরীকৃত বর্তমান জনবল দিয়েই নতুন ৩টি থানা প্রতিষ্ঠা সম্ভব বলেও মনে করছেন ওয়াকিবাহাল মহল।
২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মহানগর পুলিশের কার্যক্রম শুরুর পরে শুধুমাত্র ২০০৮ সালে একবারই এ পুলিশ ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছিল। তৎকালীন আইজপি নুর মোহম্মদ দিনব্যাপী জাকজমকপূর্ণ সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব যোগ দিয়েছিলেন। বিএমপি’র তৎকালীন কমিশনার আকবর হোসেন-এর সঞ্চালনায় সেসব অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের তৎকালীন ডিআইজি সহ পুলিশ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দও যোগ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT