3:03 pm , October 25, 2019

পরিবর্তন ডেস্ক ॥ ক্যাসিনো ব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতির এক দিন পরই সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সংগঠনের সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে আজারবাইজান যাওয়ার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এ নির্দেশ দেন। ইতিমধ্যে সেটি পঙ্কজ দেবনাথকে জানিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের একজন সম্পাদকম-লীর সদস্য বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে আগামী সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দলীয় সভাপতির এই নির্দেশ এরই মধ্যে পংকজ দেবনাথকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি জানতে পংকজ নাথকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এটা গণমাধ্যমে বলার মতো কোনো ঘটনা না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পঙ্কজকে সংগঠনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। আপা (শেখ হাসিনা) আমাদের সাধারণ সম্পাদক মারফত এই তথ্য তাকে জানিয়ে দিতে নির্দেশ দিয়েছেন।’ দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পংকজ দেবনাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছে দুবার। ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ নাথ। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সম্মেলনে প্রথমবারের মতো সভাপতি হয়েছিলেন মোল্লা আবু কাওছার। সংগঠনটির তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে।