মেহেন্দিগঞ্জে এএসআই’র বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ মেহেন্দিগঞ্জে এএসআই’র বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে এএসআই’র বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ

2:42 pm , October 18, 2019

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের লালখাড়াবাদ নদীতে ১০ জেলেকে আটক করে ৬৫ হাজার টাকা চাঁদাবাজীর অভিযোগে এএসআই দেলোয়ারের বিরুদ্ধে জেলেদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের পোল তাতলী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলেরা।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৫টার সময় চরএককরিয়া ইউনিয়নের পোলতাতলী পুরাতন খেয়াঘাট এলাকায় এএসআই দেলোয়ারের নেতৃত্বে ৪ জন পুলিশ অভিযান চালায়। এ সময় মা ইলিশ শিকার করেছে এমন অভিযোগ তুলে খোকন হাওলাদার (২০), বোরহান সরদার (১৯), কাওসার তফাদার (১৬), চাঁন মিয়া (২৫), আলাউদ্দিন (৫০), লালু ফকির (১৭) সহ ১০ জেলেকে আটক করেণ এএসআই দেলোয়ার। আটককৃতদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেণ এএসআই দেলোয়ার। দাবীকৃত টাকা না দিতে পারলে তাদেরকে কারাদন্ড দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। এসময় স্থানীয় ব্যবসায়ী মনির হাওলাদার ও জামাল হোসেন রাঢ়ী মোট ৬৫ হাজার টাকা দিয়ে ১০ জেলেকে ছাড়িয়ে রেখেছে বলে জানান জেলেরা। এই ঘটনায় জেলেদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বেলা ১টার সময় শত শত জেলে একত্রিত হয়ে এএসআই দেলোয়ারের চাঁদাবাজী বন্ধের দাবীতে এবং তার বিচারের দাবীতে পোলতাতলী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেণ। ব্যবসায়ী মনির হাওলাদার ও জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, এএসআই দেলোয়ার স্যারকে টাকা দিয়ে আমরা আটককৃত জেলেদের ছাড়িয়ে রেখেছি। এ বিষয়ে এএসআই দেলোয়ারের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি ঘটনাস্থলে যাননি বলে সংযোগ কেটে দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, পুলিশ কোথায় গিয়ে জেলেদের কাছ থেকে টাকা এনেছে বা মাছ এনেছে তা আমি কিছুই জানিনা। এ বিষয়ে ওসি আবিদুর রহমান গণমাধ্যমকে জানান, এএসআই দেলোয়ার জেলেদের কাছ থেকে টাকা, জাল ও মাছ এনেছে এমন ঘটনা আমার জানা নাই। বিষয়টি তদন্ত করে দেখবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT